IQNA

বেলগ্রেড ম্যারাথনে প্রথম হিজাবী নারী

22:37 - May 16, 2017
3
সংবাদ: 2603101
আন্তর্জাতিক ডেস্ক: বেলগ্রেড ম্যারাথনের ইতিহাসে প্রথম হিজাবী নারী হিসেবে 'নাজমিয়া সুফতাজ' বসনিয়া ও হার্জেগোভিনার পতাকা নিয়ে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
বেলগ্রেড ম্যারাথনে প্রথম হিজাবী নারী (ছবি)
বার্তা সংস্থা ইকনা: সার্ভিসকা প্রজাতন্ত্রের প্রাণকেন্দ্র ব্যানিলোকায় অনুষ্ঠিত ম্যারাথনে নাজমিয়া সুফতাজ অংশগ্রহণ করেন। বিশ্বের ৫০টি দেশের ৫ হাজারের অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তবে প্রতিযোগিতায় বসনিয়া ও হার্জেগোভিনার পতাকা নিয়ে নাজমিয়া সুফতাজ উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন। এছাড়াও তার গরম বক্তৃতার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক নেটওয়ার্কে ভাইরল হয়েছে।
উচ্চ শিক্ষিত নাজমিয়া সুফতাজ বর্তমানে বলকান দ্বীপে কর্মরত রয়েছেন। তিনি "ইন ইডান" টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন: "বেলগ্রেড ম্যারাথনের ইতিহাসে সর্বপ্রথম আমি হিজাব পরে অংশগ্রহণ করি। মুফতি আব্দুল্লাহ নিয়মান একজন পিতার মত সর্বদা আমাকে সমর্থন করে গিয়েছেন"।
নাজমিয়া সুফতাজ বলেন: অবশ্য এই নিয়ে আমি বেলগ্রেড ম্যারাথনে দুই বার অংশগ্রহণ করেছি। এই প্রতিযোগিতায় বসনিয়া ও হার্জেগোভিনার পতাকা সাথে থাকার কারণে দর্শকগণ আমাকে উৎসাহিত করেছে।
বসনিয়া ও হার্জেগোভিনা ১৯৯২ সালের মার্চ মাসের সাবেক যুগোস্লাভিয়া হতে পৃথক হয়ে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। রাজনৈতিক বিভেদের কারণে ঐ দেশটি গৃহযুদ্ধের পর সাবরিসকা প্রজাতন্ত্র ও বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশনে বিভক্ত হয়ে যায়।
iqna





প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
stevapst
0
0
20
fcdvmulv
0
0
20
agcmxtkv
0
0
20
captcha