IQNA

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়;

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

16:51 - December 10, 2017
সংবাদ: 2604517
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির জন্য ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে লেবাননের অধিবাসীরা সেদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

 

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ট্রাম্পের কালো রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসের দরজা ভেঙ্গে ফেলে।

বিক্ষোভকারীরা বৈরুতের আওকার এলাকায় মার্কিন দূতাবাসের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামলে নেই।

নিরাপত্তাকর্মীরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। উল্লেখ্য, এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

iqna

 

 

captcha