IQNA

জেরুজালেম ইস্যুতে মালয়েশিয়ার সেনাবাহিনী প্রস্তুত

16:58 - December 10, 2017
সংবাদ: 2604518
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসাইন বলেছেন, জেরুজালেমের যেকোনো প্রয়োজনে তার দেশের সেনাবাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত। এছাড়াও তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা পুরো মুসলিম বিশ্বের মুখে একটি ‘চপেটাঘাত’ বলে জানিয়েছেন।

জেরুজালেম ইস্যুতে মালয়েশিয়ার সেনাবাহিনী প্রস্তুত

 
বার্তা সংস্থা ইকনা: মালয়েশীয় বার্তাসংস্থা বারনামাকে হিশামউদ্দিন বলেন, সম্ভাব্য যেকোনো সমস্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মালয়েশিয়ার সেনাবাহিনী সব সময় প্রস্তুত। শীর্ষ নেতাদের কাছ থেকে শুধু নির্দেশনায় অপেক্ষায় আছে তারা।

তিনি আরো বলেন, আমরা দোয়া করি, এই সমস্যা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না করে।

ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সারা দুনিয়াকে ক্ষেপিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ওই ঘোষণার সময় ইসরায়েলে তার দেশের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার কথাও জানান তিনি।

এর প্রতিক্রিয়ায় বিক্ষোভ হয়েছে বাংলাদেশ, তুরস্ক, মিসর, জর্দান, তিউনেসিয়া, আলজেরিয়া, ইরাকসহ বিশ্বের আরো অনেক দেশে।

বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কমপক্ষে ১০ হাজার ইন্দোনেশীয়।

১৯৬৭ সিরিয়া, মিসর এবং জর্দানের সঙ্গে যুদ্ধে জেরুজালেমের পূর্বাঞ্চল দখল করে ইসরায়েল। এর আগে ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পবিত্র এই শহরটির পশ্চিমাঞ্চল দখল করে তারা। পূর্ব জেরুজালেম দখলের ফলে পুরো শহরে প্রতিষ্ঠিত হয় ইসরায়েলি নিয়ন্ত্রণ। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে, জেরুজালেম থেকে যায় ফিলিস্তিনের অংশ। সে আইনের তোয়াক্কা করে না ইসরায়েল। এতদিন যুক্তরাষ্ট্রও জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে বলল সৌদি

রিয়াদ: ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে বলেছে ইসরাইলের মিত্র সৌদি আরব। সেইসাথে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনের জন্য জেরুজালেমের পরিবর্তে অন্য একটি স্থানকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব দিয়েছে আরব রাষ্ট্রটি।

অধিকৃত জেরুজালেমের পাশেই ফিলিস্তিনের আবু দিস শহরকে এর রাজধানী হিসেবে বেছে নেয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরব। এদিকে সৌদি আরবের প্রস্তাবের পক্ষে ফিলিস্তিনি জনগণ প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জেরুজালেমই আমাদের রাজধানী’ বলে হ্যাশটেগ দেয়া শুরু করেছে।

নিউইয়র্ক টাইমস জানায়, গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রস্তাবটি করেন।

প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রস্তাবটিতে সাড়া দেয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে।

আবু দিস একটি দখলকৃত পূর্ব জেরুজালেমের কাছাকাছি ফিলিস্তিনি শহর। অসলো চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরির একটি এলাকা যা ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়। আরটিএনএন

 

captcha