IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে মা ফাতিমার কষ্ট দূর হবে

23:15 - February 20, 2018
সংবাদ: 2605096
আন্তর্জাতিক ডেস্ক: মা ফাতিমা যাহরা(সা.আ.) যখন কারবালার ঘটনা এবং মা ফাতিমার শাহাদাত সম্পর্কে জানতে পারলেন তখন তিনি খুবই কষ্ট পেলেনে। মহানবী তাকে সান্তনা দেয়ার জন্য বললেন: শেষ জামানায় তোমার বংশ থেকে মাহদী আসবে এবং তোমার হত্যাকারী এবং কারবালায় যারা ইমাম হুসাইনকে হত্যা করবে তাদের থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন।



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা''র রিপোর্ট: ইমাম মাহদীর পরিচয় সম্পর্কে মহানবী(সা.) বলেছেন; «المَهْدِیِ مِنْ عِتْرَتی مِنْ وُلدِ فاطِمَة؛ মাহদী হচ্ছেন আমার বংশ থেকে এবং সে ফাতিমার সন্তান।

মা ফাতিমা (সা. আ.) মজলুম ছিলেন, «السلام علیک أیتها المعصومة المظلومة

ইমাম মাহদীর (আ.)ও মজলুম আছেন: سیأتی الله بقوم یُحِبُّهُم و یُحِبُّونَهُ و یَملِکُ مَن هو بینهم غریب

মা ফাতিমা (সা. আ) ও ইমাম মাহদী (আ.) উভয়কেই মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বেশী ভালবাসতেন: তিনি মা ফাতিমা (সা. আ)কে চুমু খেয়ে বলতেন, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক।

শবে কদরের সাথে মা ফাতিমার মিল থাকার আরেকটি কারণ হচ্ছে শাবে কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আর মা ফাতিমার বংশে ইমাম মাহদীর জন্ম হয়। আর এ জন্যই মহানবী বলেছেন: মাহদী হচ্ছে ফাতিমার সন্তান।

captcha