IQNA

পবিত্র রমজান মাসের শুরু সম্পর্কে আয়াতুল্লাহ সিস্তানীর মন্তব্য

23:55 - May 15, 2018
সংবাদ: 2605764
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সবচেয়ে প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানীর সদর দপ্তর ঘোষণা করেছে, ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে, আগামীকাল (বুধবার)সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের সবচেয়ে প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানীর সদর দপ্তর আজ ঘোষণা করেছে, আশা করা হচ্ছে যে, আগামীকাল (১৬ই মে)সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। কাল সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে ইরাক সহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে।
হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আয়াতুল্লাহ সিস্তানীর সদর দপ্তর আজ ঘোষণা করেছে, আগামীকাল (১৪৩৯ হিজরির ২৯শে শাবান) সন্ধ্যা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। রমজান মাসের চাঁদ এক ঘণ্টা এক মিনিট পর্যন্ত খালি চোখে দেখা যাবে।
অতএব, ইরাক সহকারে মধ্যপ্রাচ্যে ১৪৩৯ হিজরির রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাস আরবি সানের নবমতম মাস। মহান আল্লাহর নির্দেশ মান্য করার জন্য এই মাসে বিশ্বের মুসলমানেরা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার থেকে নিজেদেরকে বিরত রাখে।
iqna

 

captcha