IQNA

দামেস্কে দায়েশের আস্তানায় রাশিয়ার বিমান হামলা

17:23 - May 16, 2018
সংবাদ: 2605768
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের আস্তানায় রাশিয়া বিমান হামালা চালিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: আজ (১৬ই মে) সকালে হাজর আল আসওয়াদে দায়েশের নিয়ন্ত্রিত এলাকায় ইয়ারমুক এবং আল-তাকাদ্দোম ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও দামেস্কের দক্ষিণে ৩০তম রোডে দায়েশের অপর এক আস্তানায় সিরিয়ার সেনাবাহিনী হামলা চালায়।

সিরিয়ার সরকারের সাথে সমঝোতার পর সন্ত্রাসী ফ্রন্ট অফ নুসরার সদস্যরা ইয়ারমুক শহর থেকে বের হয়ে গিয়েছে। সন্ত্রাসী ফ্রন্ট অফ নুসরার সদস্যরা বের হওয়ার পর তাদের ক্যাম্প তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দখল করে নিয়েছে। 

পূর্বে দামেস্ক ঘোষণা করেছে যে, সরকারের সাথে এই সমঝোতার মধ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে অন্তর্ভুক্ত করা হয়নি। সাম্প্রতিক সময়ে, দামেস্কের উপকণ্ঠে এই সন্ত্রাসী গোষ্ঠীর দখলকৃত অনেক অংশ সিরিয়ার সেনাবাহিনী মুক্ত করেছে।

iqna

 

captcha