IQNA

বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার প্রথম রমজান ঘোষণা

17:29 - May 16, 2018
সংবাদ: 2605769
সৌদি আরবসহ আরব বিশ্বে বৃহস্পতিবার থেকে প্রথম রমজান শুরু হবে। মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখতে না পাওয়ায় এ ঘোষণা দেয়া হয়।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সৌদি আরবের সুপ্রিমকোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচার চালিয়ে আসছিল, মঙ্গলবার দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য। কিন্তু ওই দিনের সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির কাছে কোনো তথ্য আসেনি।

তা ছাড়া তারাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রমজানের চাঁদ দেখতে না পাওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হল। সেই হিসাবে বৃহস্পতিবার রমজান মাসের প্রথম দিন ঘোষণা করা হয়।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হলো সিয়াম-সাধনার মাস রমজান। সেহরির খাবার খেয়ে আজ থেকেই রোজা রাখছেন সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মুসল্লিরা। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়ও শুরু হয়েছে রোজা। এদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের তামিলনাড়ুতে খেজুরের ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও রমজান পালন শুরু হয়েছে। রোজা শুরুর একদিন আগে রোববার দামেস্কের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে দেখা যায় সিরীয়দের। একইভাবে সিয়াম সাধনার এই মাস উপলক্ষে ভিন্ন সাজে সেজেছে জর্ডানের জাতারি শরণার্থী শিবির।

সারা বিশ্বে প্রায় দেড়শ' কোটি মুসলমান পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকেন। একমাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব- ঈদুল ফিতর উদযাপন করা হয়।

 

captcha