IQNA

ওয়াদা পালন করার গুরুত্ব

17:35 - May 16, 2018
সংবাদ: 2605770
মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ হে মুমিনগন! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে। যে জিনিসটি সমাজের উন্নয়ন ঘটায় তা হচ্ছে সমাজের সবার উপর সবার আস্থা ও ভরসা। আর এই আস্থার জন্ম হয় ওয়াদা তথা অঙ্গীকারসমূহ পূর্ণ করার মাধ্যমে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে বলা হয়েছে, যে অঙ্গীকারসমূহ পূর্ণ করে না তার ঈমান নেই। সুতরাং ওয়াদা পূর্ণ করা হচ্ছে ঈমানের পরিচয়।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: «لاتثقَنَّ بِعِهدِ مَن لا دینِ لَهُ؛ যাদের ধর্ম নেই তাদের ওয়াকে বিশ্বাস কর না।

তবে যদি কাফেরদের সাথেও কোন চুক্তি করা হয় তা ভঙ্গ করা যাবে না এবং তা পূর্ণ করতে হবে। মহানবী(সা.) কাফের ও মুশরিকদের সাথেও কোন চুক্তি করলে তা পূর্ণ করতে। তবে যদি তারা ভঙ্গ করত তখন তিনি তার পাল্টা জবাব দিতেন।

ওয়াদা ভঙ্গ করা হচ্ছে শয়তানের কাজ, শয়তান তার অনুসারীদেরকে বলবে আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন আর আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছি।

হযরত আলী(আ.) বলেছেন: اَصلُ الدینِ اداءُ الامانهِ وَ الوفاءُ بالعهودِ ধর্মপরায়ণতার ভিত্তিই হচ্ছে আমানত রক্ষা করা এবং ওয়াদা পূর্ণ করা। শাবিস্তান

captcha