IQNA

হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব

17:30 - May 17, 2018
সংবাদ: 2605776
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 
বার্তা সংস্থা ইকনা: নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যৌথভাবে। আমেরিকার সঙ্গে এ নিষেধাজ্ঞা আরোপে অংশ নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান। হিজবুল্লাহর নেতাদের বাইরে এ সংগঠনের সঙ্গে জড়িত আরও কয়েকজন ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে।

লেবাননের জনপ্রিয় সংগঠন হিজবুল্লাহ সন্ত্রাসী তৎপরতায় অংশ নিচ্ছে বলে আমেরিকা ও তার মিত্র দেশগুলো অভিযোগ করেছে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে এমন সময় সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে যখন সংগঠনটি সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজ দেশে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এছাড়া লেবাননের সর্বসাম্প্রতিক সংসদ নির্বাচনে হিজবুল্লাহর জোট সবচেয়ে বেশি আসনে বিজয় লাভ করেছে। পার্সটুডে

captcha