IQNA

'বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর গোটা বিশ্বের জন্য বিপর্যয়'

17:45 - May 18, 2018
সংবাদ: 2605784
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয়। অবৈধ ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার পর এত বড় বিপর্যয়ের ঘটনা আর ঘটে নি।

 

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। জুমার নামাজের খতিব বলেন, সব আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার লঙ্ঘন করে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হয়েছে। এর প্রতিবাদ জানানোয় ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। নিরস্ত্র-নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্ররা নিজেদের অপরাধের খাতায় আরও একটি পৃষ্ঠা যোগ করলো। 

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, ফিলিস্তিনিরা সবচেয়ে নির্মম জুলুমের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো আরব দেশ ও পাশ্চাত্য এ বিষয়ে কোনো প্রতিবাদই করছে না। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার মাধ্যমে ইসরাইল নিজের পতন ত্বরান্বিত করছে বলে তিনি মন্তব্য করেন। 

ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তেরও সমালোচনা করেন তেহরানের জুমা নামাজের খতিব।

iqna

captcha