IQNA

প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর মুক্তাদা আস-সাদরের টুইট

17:12 - May 20, 2018
সংবাদ: 2605797
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে "সাদর" দলের নেতা মুক্তাদা আস-সাদর আজ টুইট বার্তায় গুরুত্বারোপ করে লিখেছেন: "সকল ধর্ম ও মাজহাবের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।"


বার্তা সংস্থা ইকনা: মুক্তাদা আস-সাদর সামাজিক নেটওয়ার্কে তার নিজস্ব পেজে এক টুইট বার্তায় লিখেছেন: "আমরা সকলে ইরাকের নাগরিক এবং পূর্বের ন্যায় আমারাও ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, গতকাল (শনিবার) সাদর এবং এবাদি বাগদাদে বৈঠকে মিলিত হন এবং পরে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এবাদি সংবাদ ব্রিফিংয়ে বলেন, "বৈঠকে আমরা নিজেরা এবং অন্যান্য দলের সঙ্গে মিলে ইরাকে একটি নতুন সরকার গঠনের বিষয়ে পক্রিয়া শুরু করার ব্যাপারে একমত হয়েছি।" তিনি আরো বলেন, এটি হবে একটি শক্তিশালী সরকার যারা ইরাকের জনগণকে জন্য নিরাপত্তা, সেবা এবং অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে সক্ষম হবে।
শিয়া নেতা মুক্তাদা সাদর ইরাকে একটি ঐক্যমত্যের সরকার গঠনের প্রতি ইঙ্গিত করে বলেন, "যে কারো সঙ্গে সরকার গঠনের বিষয়ে আমাদের দরজা খোলা রয়েছে এবং এ সিদ্ধান্ত ইরাকের মাটিতে বসেই নিতে হবে।"
মুক্তাদা সাদরের জোট জাতীয় সংসদের মোট ৫৪টি আসন পেয়েছে। এ জোট এই প্রথম ইরাকের জাতীয় নির্বাচনে অংশ নিল এবং প্রথমবারেই বড় রকমের সফলতা পেল। নির্বাচনে সাবেক পরিবহনমন্ত্রী ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমেরির নেতৃত্বাধীন কংকোয়েস্ট জোট ৪৭ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নেতৃত্বাধীন ভিক্টরি জোট ৪২ আসন পেয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে।
ইরাকি সংসদীয় নির্বাচন গতসপ্তাহে (১২ই মে) অনুষ্ঠিত হয়েছে। ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের মতে, এই নির্বাচনের ৪৪.৫২ শতাংশ ইরাকী নাগরিক অংশগ্রহণ করেছে।
iqna

 

captcha