IQNA

লিবিয়ায় বন্ধ করে দেয়া হল কুরআন হেফজ সেন্টার

10:27 - August 14, 2018
সংবাদ: 2606458
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতারের অন্তর্গত ন্যাশনাল আর্মি সেদেশের ডারেন শহরের "সালাহ আল-দিন আইয়ুবি" নামের একটি কুরআন হেফজ সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

 

 

বার্তা সংস্থা ইকনা: ডারেন শহরের তায়াবা মসজিদের তত্ত্বাবধায়নে উক্ত কুরআন হেফজ সেন্টারটি পরিচালিত হত। "আল-মাদখেলা" সালাফি জামায়াত এই সেন্টারটি বন্ধ করে দিয়েছে।

যদিও লিবিয়ার সেনাবাহিনীর কমান্ডার খলিফ হাফতারের বাহিনী ২৯শে জুন দেশটির পূর্বাঞ্চলের ডারেন শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে ঘোষণা করেছে। কিন্তু শহরের বিভিন্ন অংশে এখনও বিক্ষিপ্ত সংঘর্ষ পরিলক্ষিত হচ্ছে।

আল কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে সংযুক্ত মুজাহিদীন পরিষদ নামে প্রসিদ্ধ একটি দল ২০১১ সাল থেকে ডারেন শহর দখল করে ছিল। ২০শে এপ্রিল থেকে এই জঙ্গি গোষ্ঠীর সাথে হাফতারের যোদ্ধারা সরাসরি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

iqna

 

captcha