IQNA

বেহেশতের বিশেষ স্থানে পৌঁছানোর উপায় কি?

13:35 - August 15, 2018
সংবাদ: 2606467
মহানবী(সা.) বলেছেন, বেহেশতে মানুষের বিশেষ স্থান রয়েছে এবং বিশেষ কিছু আমলের মাধ্যমে মানুষ সেই স্থানে পৌছাতে পারে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ভাল মানুষরা অনেক সময় মনে করে আমাদের উপর এত বালা-মুসবিত আসছে আমরা তাহলে মনে হয় অনেক অন্যায় করেছি। কিন্তু না অনেক সময় মহান আল্লাহ ভাল মানুষদেরকে বালা-মুসিবতের মাধ্যমে অনেক উচ্চ সম্মান দান করেন।

মহানবী (সা.) বলেছেন, إنَّ الرّجُل لَيكونُ لَه الدَّرَجةُ عندَ اللّه ِ لا يَبلُغُها بعملِهِ، حتّى

يُبْتَلى ببلاءٍ في جِسمِهِ فيَبلُغَها بذلكَ মহান আল্লাহ মানুষের জন্য অতি সম্মানিত স্থান দান করেছেন কিন্তু মানুষ আমলের মাধ্যমে তা অর্জন করতে পারে না তার জন্য শারীরিক বালা-মুসিবত সহ্য করতে হয়।

তিনি আরও বলেছেন: إنَّ العبدَ لَتكونُ لَه المَنزِلةُ من الجنّةِ فلا يَبلُغُها بشَيءٍ مِن البلاءِ حتّى يُدرِكَهُ المَوتُ، و لم يَبلُغْ تلكَ الدَّرَجةَ فيُشَدَّدَ علَيهِ عندَ المَوتُ فيَبلُغُها. মানুষের জন্য মহান আল্লাহ বেহেশতে একটি বিশেষ স্থান রেখেছেন যা কোন বালা-মুসিবতের মাধ্যমে অর্জন করা সম্ভব নয় বরং মৃত্যুর সময় আল্লাহ থাকে এত কষ্ট দিবেন যে সে ঐ স্থান অর্জন করবে। শাবিস্তান

 

captcha