IQNA

রাশিয়ায় দায়েশের দুই সদস্যের কারাগার

15:17 - August 15, 2018
সংবাদ: 2606471
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার দুই জন নাগরিককে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার ক্যামরুফু প্রদেশের আদালত গতকাল (১৪ই আগস্ট) দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে সেদেশের এক নারীকে ৮ বছর ১০ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।
এই রাশিয়ান মহিলা মিশন ছিল সাইবারস্পেসের মাধ্যমে দায়েশ তথা আইএসের নারী সদস্য সংগ্রহ করা। এই মহিলা ২০১৩ সালে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়েছে। সেখানে দীর্ঘদিন তার স্বামীর (দায়েশের সদস্য) সাথে আলেপ্পোতে কাটিয়েছে। তার স্বামীর মরার পর পুনরায় রাশিয়ায় ফিরে গিয়েছে।
এছাড়াও ককেশাসের উত্তরাঞ্চলের একটি সামরিক আদালত দায়েশের সাথে জড়িত রাশিয়ান অপর এক ব্যক্তিকে ৯ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
iqna

captcha