IQNA

৬ বছর পর;

পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে দামেস্কের জাতীয় যাদুঘর

23:05 - October 15, 2018
সংবাদ: 2607008
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সাংস্কৃতিক মন্ত্রণালয় ঘোষণা করেছে, পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৮শে অক্টোবর দামাস্কাস জাতীয় জাদুঘরটি দর্শনার্থীদের জন্য পুনরায় খুআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সাংস্কৃতিক মন্ত্রণালয় ঘোষণা করেছে, পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৮শে অক্টোবর দামাস্কাস জাতীয় জাদুঘরটি দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেয়া হবে।লে দেয়া হবে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় নিজস্ব ওয়েব সাইটে লিখেছে: বিশ্বের বিভিন্ন দেশের বিদেশী বিশেষজ্ঞ এবং প্রত্নতাত্ত্বিকগণের অংশগ্রহণে "জাদুঘর বাস্তবতা এবং জাতীয় অনুমোদন শক্তিশালীকরণে জাদুঘরের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারের পাশাপাশি দামাস্কাস জাতীয় জাদুঘর পুনরায় চালু করা হবে।
এই যাদুঘরটি দামেস্কের পশ্চিমাঞ্চলের একটি ভবনে নির্মাণ করা হয়েছে। এই যাদুঘরে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিয় আবিষ্কার হচ্ছে প্রাচীন সিরিয়া শিল্পসমূহ, ক্লাসিক প্রত্নতত্ত্ব যাদুঘর (গ্রীক, রোমানিয়ান, এবং বাইজেন্টাইনের শিল্পসমূহ), আরবি এবং ইসলামী প্রত্নতত্ত্ব জাদুঘর এবং সমসাময়িক আর্ট মিউজিয়ামের সমন্বয়ে এই যাদুঘরটি প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার কর্তৃপক্ষে ২০১২ সালে সেদেশের অভ্যন্তরীণ সংকট এবং উক্ত যাদুঘরের প্রাচীন শীল্পসমূহ ধ্বংসের ভয়ের আশংকায় বন্ধ করে দিয়েছিল। বর্তমানে সাধারণ জনগণের শুধুমাত্র যাদুঘরের বাগানে প্রবেশ করার অনুমতি রয়েছে।

iqna

 

captcha