IQNA

মিশরের শিল্পীর কুরআন তিলাওয়াতে বিতর্কের সৃষ্টি

23:30 - October 15, 2018
সংবাদ: 2607010
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের শিল্পী "আহমাদ সাঈদ"-এর কুরআন তিলাওয়াত নিয়ে সেদেশের বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের শিল্পী "আহমাদ সাঈদ"-এর কুরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশের পর সেদেশের বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে, আহমাদ সাঈদ এমনভাবে কুরআন তিলাওয়াত করছে যা প্রায় গান গাওয়ার সমতুল্য।

মিশরীয় এই শিল্পী তার কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেছে। কুরআন তিলাওয়াতের ভিডিওটি দেখে ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী তার তীব্র সমালোচনা করে। প্রতিবাদকারীরা বলেছে, সে যেন পবিত্র কুরআনের তিলাওয়াতের নিয়মানুযায়ী যেন তিলাওয়াত করে।

iqna

 

captcha