IQNA

ইস্তানবুলে "ইসলাম বিদ্বেষী" সেমিনার অনুষ্ঠিত হবে

23:54 - October 15, 2018
সংবাদ: 2607012
আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষ থেকে "ইসলাম বিদ্বেষী" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়ায় ক্বিরাত প্রতিযোগিতাবার্তা সংস্থা ইকনা: ইসলামী সহযোগিতা সংস্থা ৫ম বর্ষ "ইসলাম বিদ্বেষী" শীর্ষক সেমিনার উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত শীর্ষক সেমিনার তুরস্কের ইস্তানবুলে সেদেশের সরকারের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
ইসলামী সহযোগিতা সংস্থার আওতাধীন স্বাধীন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এবং তুরস্কের বিচার মন্ত্রণালয়ের সহযোগিতায় "ইসলাম বিদ্বেষ, মানবাধিকার লঙ্ঘন ও নতুন বর্ণবাদের উদ্ভব" শিরোনামে অনুষ্ঠিত হবে। দুই দিনের এই সেমিনারে ইসলাম বিদ্বেষীর মূল কারণ পর্যবেক্ষণ করা হবে।
৫ম বর্ষ "ইসলাম বিদ্বেষী" শীর্ষক সেমিনারটি ১৭ ও ১৮ই অক্টোবর (চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার) ইস্তানবুলে অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha