IQNA

রাশিয়ায় ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকী উদযাপন

23:40 - November 15, 2018
1
সংবাদ: 2607236
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোয় ইসলামিক সেন্টারে আহলে বায়েত (আ.)এর ১১তম নক্ষত্র হযরত ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকী পালিত হবে। বর খাশোগির শরীরে ইনজেকশন প্রয়োগের পর তাকে টুকরো টুকরো করার নির্দেশ দেন অভিযুক্ত পাঁচ জন।

রাশিয়ায় ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকী উদযাপনবার্তা সংস্থা ইকনা: আগামীকাল (১৬ই নভেম্বর) আহলে বায়েত (আ.)এর ভক্তদের অংশগ্রহণের মাধ্যমে মস্কোয় ইসলামিক সেন্টারের পক্ষ থেকে উক্ত সেন্টারে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকীর শোকানুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ১৯টায় শুরু হবে। মাগরিব ও এশার নামাজ, কুরআন তিলাওয়াত, বক্তৃতা, মর্সিয়া, নওহা এবং মাতমের মাধ্যমে এই শোকানুষ্ঠান পালন করা হবে।
উল্লেখ্য, মস্কোর ইসলামিক সাংস্কৃতিক সেন্টারটি একটি সাংস্কৃতিকমূলক সেন্টার। এই সেন্টারের মূল্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক চিন্তাভাবনাকে সাধারণ জনগণের মাঝে তুলে ধরা।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ahdqevne
0
0
20
captcha