IQNA

ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং তার মিত্রদের ষড়যন্ত্র ব্যর্থ হবে: রুহানি

19:54 - January 14, 2019
সংবাদ: 2607735
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আমেরিকা ও তার মিত্রদের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞা ও চাপ কাটিয়ে উঠে তেহরান চূড়ান্তভাবে বিজয়ী হবে বলে নিজ দেশের জনগণকে আশ্বস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (সোমবার) ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের গনবাদ-ই কাবোসে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন, "আমরা শত্রুদের ষড়যন্ত্র নিয়ে মোটেই ভীত নই এবং আমরা নিশ্চিতভাবে সব সমস্যার সমাধান করতে সক্ষম হবো।"

তিনি বলেন, ওয়াশিংটনের জানা উচিত, তারা ইরানি জনগণ এবং এর সাহসী নেতৃত্বকে কখনোই আমেরিকার প্রতি নতজানু করতে পারবে না। এছাড়া ইহুদিবাদীদের ষড়যন্ত্রমুলক সব পদক্ষেপ ব্যর্থ হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট রুহানি।

রুহানি ওয়াশিংটনকে উদ্দেশ করে বলেন, "আপনারা কি আমাদের জনগণকে খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছেন? তিনি বলেন, "আমরা আমাদের সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছি।"

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের ব্যাংকিং খাত, তেল এবং জাহাজ শিল্পকে টার্গেট করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়া হয়ত কঠিন তবে অসম্ভব নয়। ইরানি জাতিকে নিশ্চয়তা দিতে চাই যে, চলমান সমস্যা আমরা অচিরেই কাটিয়ে উঠব।

iqna

captcha