IQNA

পাকিস্তানে নাহজুল বালাগার প্রতিযোগিতা

20:34 - January 14, 2019
সংবাদ: 2607737
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডির ইসলামী চিন্তাধারা কেন্দ্রের পক্ষ থেকে নাহজুল বালাগার আলোকে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: নাহজুল বালাগার আলোকে প্রবন্ধ লেখার প্রতিযোগিতাটি পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতা ১২ই জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ১৫ই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.)এর ১৪০০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হচ্ছে "নাহজুল বালাগা ও তৌহিদ", "ইমাম আলী (আ.)এর দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থান", "বিভিন্ন জাতির প্রত্যাখ্যানের কারণসমূহ", "নাহজুল বালাগায় ন্যায়বিচার" এবং "সাধারণ কল্যাণ ও ইমামের শিক্ষা"।
নাহজুল বালাগার আলোকে অনুষ্ঠিতব্য উক্ত প্রতিযোগিতার ফলাফল ৩১মে মার্চে ঘোষণা করা হবে এবং প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে।
iqna

 

 

captcha