IQNA

দুনিয়া বিষাক্ত সাপের ন্যায় ভয়ানক

21:55 - January 14, 2019
সংবাদ: 2607739
আমিরুল মু’মিনিন আলী (আ.) রাসূলের (সা.) ঘোষিত ও মনোনীত খলিফা হিসেবে মানব জাতীর খোদায়ী পথপ্রদর্শক ও মাসুম ইমাম। আমরা এ মহান ইমামের (আ.) দিকনির্দেশনার মাধ্যমে সঠিক ও সত্য পথের দিশা পেতে পারি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষ এ পৃথিবীতে এসে অনেক সময় নিজের সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায় এবং দুনিয়ার চাকচিক্য তাকে বিচ্যুতির শিকার করে। কিন্তু আমরা যদি দুনিয়ার প্রকৃত স্বরূপ জানতে পারি তবে কখনও ধোঁকা ও প্রতারণার শিকার হব না। আমিরুল মু’মিনিন আলী (আ.) থেকে বর্ণিত হাদিসে দুনিয়ার প্রকৃত চেহারা তুলে ধরা হয়েছে, যাতে মানুষ দুনিয়ার বাহ্যিক মোহে বিপথগামী না হয়।

তিনি উক্ত হাদিসে উল্লেখ করেন-

«مَثَلُ الدُّنْيَا كَمَثَلِ الْحَيَّةِ لَيِّنٌ مَسُّهَا وَ السُّمُّ النَّاقِعُ فِي جَوْفِهَا يَهْوِي إِلَيْهَا الْغِرُّ الْجَاهِلُ وَ يَحْذَرُهَا ذُو اللُّبِّ الْعَاقِلُ؛

অর্থাৎ দুনিয়ার উপমা হল সাপের মত। এটা স্পর্শ করতে কোমল কিন্তু এর ভেতর বিষে ভরপুর। যে আজ এর প্রতারণায় পড়ে সে এর প্রতি আকৃষ্ট হয়। কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান লোক এর থেকে সাবধান থাকে। (নাহজুল বালাগা, হিকমত নং ১১৯)

ইমাম আলীর (আ.) এ জ্ঞানগর্ভ বাণী থেকে আমরা এ শিক্ষা গ্রহণ করতে পারি যে, দুনিয়ার বাহ্যিক চাকচিক্যে মোহাবিষ্ট না হয়ে মানুষের উচিত নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা।

captcha