IQNA

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গ প্রত্যাখ্যান করল তালেবান

19:57 - January 19, 2019
সংবাদ: 2607758
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, তালিবান পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুতি নিচ্ছে। এই খবরটি প্রত্যাখ্যান করেছে আফগান তালিবান।

বার্তা সংস্থা ইকনা: আফগান সরকারের সঙ্গে সরাসরি না বসার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি। শুক্রবার (১৮ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে খলিলজাদের আলোচনার পর ইসলামাবাদে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার করে।

জ্যেষ্ঠ তালিবান নেতারা বলেন, পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি ও আফগান সরকারের সঙ্গে তালিবানকে বৈঠকে বসাতে চাইছে তারা। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।

তালিবান জঙ্গিগোষ্ঠী মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ইসলামাবাদে জালমি খালিলজাদের সঙ্গে আমরা কোনো বৈঠকে বসছি না। খালিলজাদ প্রতিশ্রুত আলোচ্যসূচি থেকে সরে গেছেন বলে তালিবানদের অভিযোগের পর দুপক্ষের মধ্য আলোচনা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে তা কখন শুরু হবে, তাও পরিষ্কার না। iqna

 

captcha