IQNA

জর্ডানের বৃদ্ধ এবং অর্ধ শতাব্দী কুরআনের খেদমত

7:18 - July 12, 2019
সংবাদ: 2608884
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের বৃদ্ধ আবু জাকারিয়া অর্ধ শতাব্দী যাবত পবিত্র কুরআনের খেদমত করেছেন। বর্তমানে তিনি পবিত্র কুরআনের পুরনো সংস্করণগুলো সংগ্রহ করে, সেগুলো ঠিক করে আফ্রিকার বিভিন্ন দেশে প্রেরণ করেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “আবু জাকারিয়া” নামে প্রসিদ্ধ মুহাম্মাদ সালিম আল ইয়াসরা প্রায় অর্ধ শতাব্দী যাবত পবিত্র কুরআনের খেদমত করেছেন। তিনি জর্ডানের বিভিন্ন শহর থেকে পবিত্র কুরআনের পুরনো সংস্করণগুলো সংগ্রহ করেন এবং সেগুলো ঠিক করে আফ্রিকার বিভিন্ন গরিব দেশে প্রেরণ করেন।
গতবছর আবু জাকারিয়া জর্ডানের বিভিন্ন শহর থেকে পবিত্র কুরআনের প্রায় ৫০০ খণ্ড পুরনো পাণ্ডুলিপি সংগ্রহণ করে সেগুলো ঠিক করে উগান্ডায় প্রেরণ করেছেন।
তিনি বর্তমানে পবিত্র কুরআন ২০০০ পুরনো পাণ্ডুলিপি সংগ্রহ করে সেগুলো বাইন্ডিং করে আফ্রিকার বিভিন্ন দেশে প্রেরণ করার চেষ্টা করছেন।
আবু জাকারিয়া সত্তর দশকে প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নাম লিখিত কাগজসমূহ সংগ্রহ করে সেগুলো শরিয়ত মোতাবেক নিষ্পত্তি করবেন।   iqna

জর্ডানের বৃদ্ধ এবং অর্ধ শতাব্দী কুরআনের খেদমত

captcha