IQNA

কাবুলে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করল দায়েশ

2:16 - August 19, 2019
সংবাদ: 2609104
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ১৭ই আগস্ট এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আত্মঘাতী বোমা হামলার বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০০ জন অতিথি হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস রবিবার এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা শনিবার দিবাগত রাত ১০:৪০ মিনিটে সংগঠিত হয়েছে। কাবুলের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে সন্ত্রাসীদের এই আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ৬৩ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীগণ বলেছেন: বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যখন সকল অতিথি মিলনায়তনে উপস্থিত হয়েছেন, ঠিক সেসময় সন্ত্রাসীরা এই আত্মঘাতী হামলা চালায়।
এক সন্ত্রাসী নিজের শরীরে বোমা বেল্ট বেধে পুরুষদের অংশে প্রবেশ করে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এরফলে নারীদের অংশে থাকা অতিথিগণ কম ক্ষতিগ্রস্ত হয়েছেন। অবশ্য দায়েশের দায় স্বীকার করার পূর্বে তালেবান শনিবার এই আত্মঘাতী হামলার ব্যাপারে তাদের কোন ভূমিকা নেই বলে ঘোষণা দিয়েছে।  iqna

captcha