IQNA

কিরকুকে ৪৩টি বিস্ফোরক প্যাকেট এবং সামরিক সরঞ্জাম উদ্ধার

18:58 - October 13, 2019
সংবাদ: 2609430
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিরকুক প্রদেশে থেকে ৪৩টি বিস্ফোরক প্যাকেট এবং কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (১৩ই অক্টোবর) এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইরাকের নিরাপত্তা বাহিনী গোপন সূত্রের উপর ভিত্তি করে কিরকুক প্রদেশের আল-দাব্বাস শহরের অদূরে আল-মনসৌরিয়াহ এবং আল সাদ্দাহ গ্রামে অনুসন্ধান ও সন্ত্রাস নিধন অভিযান চালিয়েছে।
এই অভিযানে ৪৩টি বিস্ফোরক প্যাকেট, ৯টি অ্যান্টি-ট্যাঙ্ক মাইন ও মিসাইল এবং বিভিন্ন ধরণের গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে তার দেশকে দায়েশ মুক্ত ঘোষণা দেওয়া পর সেদেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাস নিধন অভিযান চালু করে। ইরাকের বিভিন্ন প্রদেশ ও শহর দায়েশ মুক্ত এবং এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।  iqna

 

captcha