IQNA

থাইল্যান্ডে সর্বোচ্চ নেতার “২৫০ বছরের মানব” গ্রন্থ প্রকাশ

0:02 - October 14, 2019
সংবাদ: 2609436
আন্তর্জাতিক ডেস্ক: ব্যাংককে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর “২৫০ বছরের মানব” শীর্ষক গ্রন্থটি থাই ভাষায় প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্যাংকক ইরানের কালচারাল অ্যাটাশে মাহদী হাসান খানি বলেছে: উক্ত শীর্ষক গ্রন্থটি থাইল্যান্ডের চিন্তাবিদ এবং লেখক “আবদুল্লাহ মানাজিৎ” দুইটি অংশে অনুবাদ করেছেন। বর্তমানে এই গ্রন্থের প্রথম খণ্ডটি ইভেন্টস প্রকাশনা কর্তৃক এক হাজার কপি প্রকাশিত হয়েছে। ব্যাংককের বইমেলায় বইটি উপস্থাপন করা হয়েছে এবং বইটি ইতিমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

গত সপ্তাহে ব্যাংকক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাসান খানিও উপস্থিত ছিলেন এবং তিনি মুসলিম প্রকাশকদের সাথে বৈঠকও করেছেন।

এই বইটি ইংরেজি থেকে থাই ভাষায় অনুবাদ করা হয়েছে এবং কয়েক দিন বিলম্বিত হওয়ার পর বাইটি ব্যাংককের বইমেলায় উপস্থাপন করা হয়।

এই বইটিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর বক্তব্য তুলে ধরা হয়েছে। এসকল মূল্যবান বক্তব্যে তিনি শিয়া ইমামগণের জীবনী, সংগ্রাম এবং রাজনৈতিক পেক্ষাপট তুলে ধরেছেন। এই বইটিতে সর্বোচ্চ নেতার ১৯৮০ সালের মার্চ মাস থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইমামদের জীবনীর আলোকে পেশকৃত বক্তব্য সমূহ তুলে ধরা হয়েছে।  iqna

 

 

captcha