IQNA

নাইজেরিয়ায় কুরআন অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

19:58 - October 16, 2019
সংবাদ: 2609447
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যের কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যারা পবিত্র কুরআনকে অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান কর হবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জামফার রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল এ ব্যাপারে বলেন: শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।

সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ইস্যুতে এই রাজ্যের ২৪ সদস্যের কমিটি একটি তদন্ত করেছে। এই তদন্তের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মুহাম্মদ মেটাওয়াল কয়েক দিন পূর্বে গুরুত্বারোপ করে বলেছিলেন যে, জামফারা’র গভর্নর এই ধরনের অপরাধের দোষীদের মর্যাদা নির্বিশেষে শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য যে, নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানেরা সেদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশসমূহে বসবাস করে। সেদেশের ৪০ শতাংশ জনগণ খ্রিস্টান এবং বাকী ১০ শতাংশ জনগণ বিভিন্ন ধর্মের অনুসারী।  iqna

 

captcha