IQNA

সুক্কত উৎসবে আল-আকসায় প্রবেশ করছে শত শত ইহুদি

21:06 - October 17, 2019
সংবাদ: 2609453
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের অন্যতম পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে শত শত দখলদার ইহুদি প্রবেশ করেছেন। আজ বৃহস্পতিবার ইহুদিদের সুক্কত উৎসবের দিন সকাল থেকেই ইসরাইলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করেন পাঁচ শতাধিকের মতো কট্টরপন্থী ইহুদি দখলদার। ফিলিস্তিনি বার্তা সংস্থার বরাতে এমন খবর দিয়েছে আনাদুলু।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এর আগে বুধবারে আল-আকসায় নয় শতাধিকের বেশি দখলদার ইহুদি প্রবেশ করেছিলেন। ইহুদিদের সপ্তাহব্যাপী উৎসব সুক্কত রোববার সন্ধ্যায় শুরু হয়েছে। চলবে এক সপ্তাহ।

উল্লেখ্য, পবিত্র স্থানটির দেখভাল করার দায়িত্বে রয়েছে জর্ডান পরিচালিত ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। আর ১৯৮০ সালে পুরো শহরটিকে অন্তর্ভুক্ত করে নেয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তার স্বীকৃতি দেয়নি।  fateh24

captcha