IQNA

বৈরুতের পর আমিরাতের আজমানে ভয়াবহ আগুন

0:01 - August 06, 2020
সংবাদ: 2611271
তেহরান (ইকনা): লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের পর এবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, আমিরাতের নতুন শিল্পাঞ্চলে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন চার হাজারেরও বেশি।

এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর আবৌদ।
সূত্র:jagonews24

captcha