IQNA

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট

14:13 - June 14, 2021
সংবাদ: 2612959
তেহরান (ইকনা): ইসরায়েলের পার্লামেন্ট নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছে। ফলে সে দেশে প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটল।

স্থানীয় সময় রবিবার ৬০-৫৯ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। জানা গেছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাফতালি বেনেট।

অন্যদিকে লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দীর্ঘ সময়ের শাসনের অবসান ঘটাতে ব্যাপক মতাদর্শিক বিরোধিতা সত্ত্বেও নতুন জোট গঠন করেছে সে দেশের আটটি দল।

নতুন জোটের শর্ত অনুসারে, ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এরপর তিনি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তারপর লাপিদ দুই বছর ক্ষমতায় থাকবেন।

জানা গেছে, পার্লামেন্টে ভোটের সময় চুপ করে বসেছিলেন নেতানিয়াহু। নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার পর বেনেটের সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট থকে চলে যান তিনি। পরে বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে বসেন নেতানিয়াহু। সূত্র: এপি

captcha