IQNA

মরিতানিয়ায় বিয়েতে দেনমোহর ধার্য; ৫ পারা কুরআন মুখস্থ

18:20 - April 07, 2016
সংবাদ: 2600571
আন্তর্জাতিক ডেস্ক: মরিতানিয়ায় এক বিয়ের অনুষ্ঠানে স্বামীর জন্য আধ্যাত্মিক দেনমোহর ধার্য করলেন সেদেশের এক নববধূ। নববধূর দেনমোহর ধার্য করা দেখে উপস্থিত সকলে আশ্চর্য হয়েছে। নির্ধারিত দেনমোহর হচ্ছে, ৫ পারা কুরআন হেফজ করার ক্ষেত্রে তাকে পূর্ণ সহায়তা করতে হবে।


বার্তা সংস্থা ইকনা: মৌরিতানিয়া রাজধানী নোয়াকচোটের উত্তরাঞ্চলের আরাফাত প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে নববধূ তার স্বামীর জন্য ৫ পারা কুরআন হেফজ করার ক্ষেত্রে তাকে পূর্ণ সহায়তা করতে হবে বলে জানিয়েছেন এবং দেনমোহর হিসেবে এই বিষয়টি নির্ধারণ করেছেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ নববধূর এই আশ্চর্যজনক দেনমোহরের কথা শুনে বিস্মিত হয়েছে। অবশেষ বর পক্ষের কাজি সাহেব এই আধ্যাত্মিক সম্মতি প্রদান করে বিয়ের আক্বদ সম্পন্ন করেন।
iqna



captcha