IQNA

আমি আইএসআইএল নই: ইংল্যান্ডের নওমুসলিম

23:09 - July 27, 2016
সংবাদ: 2601275
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের অক্সফোর্ড এক যুবক কয়েক দিন পূর্বে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সিরিয়ায় সফর করেন তিনি।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, আমি আইএসআইএস তথা দায়েশের বিরোধিতা করছি এবং সত্যিকারে একটি ইসলামের সন্ধানে আমি একটি ইসলামী দেশে সফর করেছি।

অক্সফোর্ডের ২০ বছরের যুবক "জ্যাক লিটাস" ইসলাম ধর্ম গ্রহণ এবং সিরিয়ায় সফরের কারণে পশ্চিমা মিডিয়া তাকে দায়েশের সদস্য হিসেবে পরিচয় করিয়েছে এবং 'জিহাদ জ্যাক' নামকরণ করেছে।

এই অপবাদের প্রতিবাদে জ্যাক লিটাস বলেন: "আমি সন্ত্রাসী দল দায়েশের বিরোধিতা করছি এবং এর অর্থ এটা নয় যে, আমি তোমাদের সাথেও রয়েছি।

লিটাস আরও বলেন: আমি জানতাম এ জন্য হয়তবা ব্রিটেনের মেয়রের নিকট আমাকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করানো হবে।

সন্ত্রাসী বলে অভিহিত করার প্রতিবাদে তিনি বলেন: যদি তোমাদের মত অনুযায়ী সন্ত্রাসীর সংজ্ঞা করা হয়, অর্থাৎ অনৈসলামী ব্যবস্থা এবং মনুষ্যসৃষ্ট আইনের বিরোধিতা করাকে বোঝায়, তাহলে নিঃসন্দেহে আমি সন্ত্রাসী।

তিনি বলেন: তাদের যা ইচ্ছা তাই বলুক। আমি সত্যকে খোজার জন্য এখানে (সিরিয়ায়) এসেছি।

নওমুসলিম জ্যাক লিটাসের পিতা "জন লিটাস" ও মাতা "সানি লেন" তাদের সন্তানের নিকট টাকা পাঠিয়ে সন্ত্রাসীকে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

জ্যাক ইংল্যান্ডে ফেরার ব্যাপারে বলেন: আমি যদি ইংল্যান্ডে ফিরে যায়, আমাকে স্বাগত জানানো হবে না। আপাতত আমি ইংল্যান্ডে ফেরার চিন্তা করছি না।

iqna


captcha