IQNA

আমিরাতে হস্তলিখিত ৬০ খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি'র প্রদর্শন

17:30 - August 12, 2016
সংবাদ: 2601372
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতের আল-আইন শহরে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র 'যায়েদ' সহ আবু ধাবি ও আজমানে ইসলাম ধর্মের ৬০ খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে।
বার্তা সংস্থা ইকনা: আমিরাতের আল-আইন শহরে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র 'যায়েদ'-এর পক্ষ থেকে আল-আইন, আবু ধাবি ও আজমানে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আমিরাতের হেরিটেজ ক্লাবে সহযোগিতায় বিভিন্ন জ্ঞানের ওপর লেখা ইসলাম ধর্মের ৬০ খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য প্রদর্শন করা হবে।

এছাড়াও উক্ত প্রদর্শনীর সাথে উমাইয়া, আব্বাসীয় এবং অটোমান অন্তর্গত ৫০টি ধাতু মুদ্রা প্রদর্শন করা হবে।

সাংস্কৃতিক কেন্দ্র 'যায়েদ'-এর লাইব্রেরীর প্রধান 'খলিফা, জুমায়া আল-মুহরাযী' এ ব্যাপারে বলেন: চলতি মাসেই এই প্রদর্শনী শুরু হবে এবং একাধারে এক বছর অব্যাহত থাকবে।

তিনি বলেন: সমাজ এবং নওমুসলিমদেরকে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের সাথে পরিচয় করানোর উদ্দেশ্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

iqna


captcha