IQNA

লেবাননে দায়েশের এক নেতা গ্রেফতার

0:19 - November 27, 2016
সংবাদ: 2602036
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের গোয়েন্দা বাহিনী সিরিয়ার সীমান্ত থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক নেতা সহ ১১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
লেবাননে দায়েশের এক নেতা গ্রেফতার


বার্তা সংস্থা ইকনা: লেবাননের পূর্বাঞ্চলীয় জারুদ আরসাল এলাকায় দেশটির সামরিক বাহিনীর সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দীর্ঘক্ষণ সংঘর্ষের পর দায়েশের নেতা আহমেদ ইউসুফ আমুন গুরুত্বর আহত হয় এবং তাকে লেবাননের সামরিক বাহিনী গ্রেফতার করে।

লেবাননের গোয়েন্দা বাহিনীর এই অপারেশনের মাধ্যমে দায়েশের অপর 11 সন্ত্রাসীকেও গ্রেফতার করা হয়েছে।

এসময় লেবাননের সামরিক বাহিনীর ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক বেল্ট উদ্ধার করে।

বলাবাহুল্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় অস্থিরতা বিরাজ করছে। সিরিয়ায় পরিস্থিতি শান্ত করতে দায়েশ বিরোধী যুদ্ধে লেবাননের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ'র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের অক্টোবর মাসে কয়েক দিনের জন্য লেবাননের আরসাল শহর দখল করেছিল। তখন লেবাননের বেশ কয়েকজন পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জিম্মি করেছিল এবং জিম্মিদের মধ্যে অনেককে নির্মম ভাবে হত্যা করেছে।

iqna


captcha