IQNA

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের মাধ্যমে পরমাণু আমেরিকা চুক্তি লঙ্ঘন করেছে: আয়াতুল্লাহ কেরমানি

17:43 - December 02, 2016
সংবাদ: 2602071
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন যে, আমেরিকা ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের মাধ্যমে পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে; কাজেই ইরানও মার্কিন বিরোধী পাল্টা ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে: আয়াতুল্লাহ কেরমানি
বার্তা সংস্থা ইকনা: মার্কিন কংগ্রেসে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের বিল পাসের নিন্দা জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি। তিনি বলেছেন, এর মাধ্যমে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করা হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ কেরমানি আরও বলেছেন, ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন- আমেরিকার এ পদক্ষেপের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে, তাদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা কোনো প্রতিশ্রুতি মেনে চলে না। তিনি বলেন, আমেরিকার কাছ থেকে শত্রুতা ও বিদ্বেষ ছাড়া আর কিছুই প্রত্যাশা করা যায় না। ইরান তাদের এসব পদক্ষেপ মোকাবেলা করবে।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন সিনেটে তোলা একটি বিল গতকাল সর্বসম্মতভাবে পাস হয়। এর আগে বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদেও পাস হয়েছিল। যদিও আমেরিকা এর আগে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান-বিরোধী সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল।

আজকের জুমা নামাজের খুতবায় আয়াতুল্লাহ কেরমানি, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর সাফল্যেরও প্রশংসা করেন। সম্প্রতি ইরাকের মসুলে এবং সিরিয়ার আলেপ্পোয় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ব্যাপক কোনঠাসা হয়ে পড়েছে।
iqna
captcha