IQNA

আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করল ইসরাইলি পুলিশ

22:00 - July 14, 2017
সংবাদ: 2603429
আন্তর্জাতিক ডেস্ক: গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ শুক্রবার আল-আকসা মসজিদে প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো জুম্মার নামাজ বাতিল করলো। এছাড়া ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করল ইসরাইলি পুলিশ

বার্তা সংস্থা ইকনা: আল-আকসা মসজিদের সীমানায় ইসরাইলি পুলিশের সাথে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এই অভিযোগে জুম্মার নামাজ বাতিলসহ আশেপাশে এলাকা বদ্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার বলেন, ‘১৪ জুলাই শুক্রবার জুম্মার নামাজ আল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে না।

ইসরাইলি পুলিশ নিরাপত্তা জোরদারের অজুহাতে শত শত সেনা মোতায়েন করছে এবং জেরুজালেমের পুরানো শহরের প্রবেশদ্বারগুলোও বন্ধ করে দিচ্ছে।

১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৬৯ সালের আগস্টে মাইকেল রোহান নামক অস্ট্রেলিয়ার এক নাগরিক মসজিদে আগুন ধরিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো আল-আকসা মসজিদে মুসলমানদের জুম্মার নামাজ আদায় করতে দেয়া হয় না।

iqna


captcha