IQNA

ইমাম জাওয়াদ (আ.)এর শাহাদাত বার্ষিকীতে কাযেমাইনে শোকানুষ্ঠান + ছবি

23:49 - August 23, 2017
সংবাদ: 2603685
আন্তর্জাতিক ডেস্ক: হিজরি জিলক্বাদ মাসের শেষ দিন নবীজীর আহলে বায়েতের (আ.) নবম নক্ষত্র ইমাম হযরত জাওয়াদ (আ)এর শাহাদাত বার্ষিকী। ২২০ হিজরির এই দিনে ইমাম জাওয়াদ (আ) খোদার দিদারে চলে যান আর সমগ্র মুসলিম বিশ্ব ইমামকে হারানোর ব্যথায় শোকাভিভূত হয়ে পড়ে।
ইমাম জাওয়াদ (আ.)এর শাহাদাত বার্ষিকীতে কাযেমাইনে শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) হলেন রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) অন্যতম সদস্য। তিনি ইমামতিধারার ৯ম ইমাম এবং মানুষের হেদায়েত ও দিকনির্দেশনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত মাসুম ইমাম। তিনি ২২০ হিজরির ২৯ জিলকদ মাত্র ২৭ বছর বয়সে শাহাদত বরণ করেন।
ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২১শে আগস্ট রাতে ইরাকের কাযেমাইনে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠানে ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য ইমাম জাওয়াদ (আ.)এর ভূমিকার আলোকে বক্তৃতা পেশ করেন কারবালার খতিব শেখ আলী আল-শাকেরী।
উল্লেখ্য, ইমামের জীবনের শেষ দু'বছরে আব্বাসীয় শাসক ছিলো মুতাসিম। মুতাসিম জনগণের মাঝে ইমামের জনপ্রিয়তায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। বিশেষ করে ইমামের বক্তব্যে জনগণের মাঝে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়। যার ফলে মুতাসিমের ভেতর ঈর্ষার আগুণ জ্বলতে থাকে। তাই ইমামের বিরুদ্ধে শুরু করে বিচিত্র ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফলেই মাত্র ২৫ বছর বয়সে ইমাম শাহাদাতবরণ করেন।
iqna



captcha