IQNA

লন্ডনে পাতাল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ

14:55 - September 16, 2017
সংবাদ: 2603841
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের পুলিশ ঘোষণা করেছে, দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পাতাল রেলে স্টেশনে শক্তিশালি বোমা বিস্ফোরণ ঘটেছে।
লন্ডনে পাতাল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ


বার্তা সংস্থা ইকনা: শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে ভূগর্ভ রেলকামরার ভেতরে একটি সাদা রঙের কৌটায় আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের উত্তাপে বেশ কয়েকজন শরীর ঝলসে গিয়েছে।

এদিকে দক্ষিণ পশ্চিম লন্ডনে ট্রেনে একটি বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে শহরের মেয়র সাদিক খান বিবৃতিতে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে পারসন গ্রিন স্টেশনে সন্ত্রাসী হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে।

শুক্রবার সকালে যাত্রীরা কাজে যাওয়ার জন্য ট্রেন স্টেশনে এসেছিলেন। স্টেশনে প্রচুর ভিড় ছিল। ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেন পার্সন্স গ্রিন স্টেশনে এসে থামে। ট্রেনটি স্টেশন ছাড়ার ঠিক আগের মুহূর্তেই একটি কামরায় বিকট শব্দ হয়। ততক্ষণে চিৎকার-চেঁচামেচি আর আর্তনাদে ভরে ওঠে স্টেশন চত্বর। আতঙ্কে লোকজন দৌড়তে শুরু করে দেয়।

এই ঘটনায় কারও প্রাণ সংশয় হয়নি। এটি জঙ্গি হামলা কিনা পুলিশ এই বিষয়ে এখনো নিশ্চিত করেনি।

iqna


captcha