IQNA

আয়াতুল্লাহ মোয়াহহেদি কেরমানি;

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট ও ইউরোপের পরস্পরিক সহযোগিতা বিশ্বাসঘাতকতার চিহ্ন

16:53 - November 03, 2017
সংবাদ: 2604232
আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মোয়াহহেদি কেরমানি আজ তেহরানের জুমার নামাজের খুৎবায় বলেন: আমেরিকার পরিকল্পনায় ইউরোপের যে সকল দেশ পরিচালিত হচ্ছে তারা ইসলামী বিপ্লবের শত্রু। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট ও ইউরোপের পরস্পরিক সহযোগিতা বিশ্বাসঘাতকতার চিহ্ন
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহহেদি কেরমানী বলেন: অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা, শত্রু প্রতিরোধ করা এবং আমেরিকার ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধুমাত্র একটি রাজনৈতিক বিষয় নয়। বরং এটি রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়। কারণ ধর্মের সাথে এর সংযোগ রয়েছে।
তিনি বলেন: ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে নীরব থাকা এবং তা উপেক্ষা করা মাধ্যমে দুর্নীতির বিস্তার ঘটে।
জুমার খুতবায় তিনি বলেন; আমেরিকার পরিকল্পনায় ইউরোপের যে সকল দেশ পরিচালিত হচ্ছে তারা ইসলামী বিপ্লবের শত্রু। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে।
আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহহেদি কেরমানী বলেন: আমেরিকা হলো প্রতিশ্রুতি ভঙ্গকারী, বিশ্বাসঘাতক এবং সর্বপ্রকার অপরাধের মূল হোতা।  
তিনি আরও বলেন আমেরিকা যখনই দেখবে তাদের স্বার্থ বিঘ্নিত হবার আশংকা রয়েছে তখনই তারা তাদের সকল ওয়াদা পায়ের তলায় পিষে ফেলবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরমাণু চুক্তি ভঙ্গ করতে চাচ্ছে কিংবা এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে, তাকে "বোকামিপূর্ণ" বলে মন্তব্য করেন জনাব কেরমানি।
ইরানসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাব সম্পর্কে আয়াতুল্লাহ কেরমানি বলেন,ইরানের এই বিশেষ বাহিনী মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের মোকাবেলায় শক্তিশালী অবস্থান নিয়েছে।
ইরানের অতন্দ্র ও সচেতন দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুদের মোকাবেলায় কোনোভাবেই অলস কিংবা নিষ্ক্রিয় হওয়া যাবে না। ইরান যুদ্ধকামী নয় কিন্তু শত্রুদের ষড়যন্ত্র সকল শক্তি দিয়ে মোকাবেলা করবে বলেও আয়াতুল্লাহ কেরমানি মন্তব্য করেন।
iqna




captcha