IQNA

কেনিয়ায় মাদ্রাসায় পুলিশের হামলা

23:54 - December 23, 2017
সংবাদ: 2604627
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় মোম্বাসা শহরে (সেদেশের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর) একটি মাদ্রাসার ৪ জন শিক্ষক এবং ১০০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

কেনিয়ায় মাদ্রাসায় পুলিশের হামলা

বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার পুলিশ সেদেশের উপকূলবর্তী শহর মোম্বাসার এই মাদ্রাসার বিরুদ্ধে শিশু ও যুবকদের মধ্যে চরমপন্থি শিক্ষা প্রদান এবং এর চিন্তাধারার বিকাশের অভিযোগ এনেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উৎস এ ব্যাপারে বলেছে, দীর্ঘ দিন যাবত এই মাদ্রাসাটি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় এক মুসলিম নেতা জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ব্যাপারে পুলিশ কোন প্রদান দেখাতে পারেনি।
ইমাম পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসান ওমর সাংবাদিকদের বলেন: একটি মাদ্রাসার ৪ জন শিক্ষক এবং ১০০ জন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে, এখন পর্যন্ত কেউ আমাদেরকে বলেনি কি অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কেনিয়ার অধিকাংশ নাগরিক খৃষ্টান এবং মুসলমানদের সংখ্যা অনেক কম। এ সত্ত্বেও সেদেশে ধর্মীয় উত্তেজনা নেই।
iqna

 

 

captcha