IQNA

সদস্য নিয়োগের জন্য ভারতে দায়েশ ও আল কায়েদার প্রতিযোগী

23:15 - December 24, 2017
সংবাদ: 2604635
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে বোঝা গিয়েছে যে, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা এবং দায়েশ তাদের সদস্য বৃদ্ধি করার জন্য ভারতের প্রতি দৃষ্টি রেখেছে এবং এই দেশ থেকে সদস্য নেয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

সদস্য নিয়োগের জন্য ভারতে দায়েশ ও আল কায়েদার প্রতিযোগী



বার্তা সংস্থা ইকনা: বিগত কয়েক মাস যাবত সন্ত্রাসী এই দুই গ্রুপ ভারতীয় সামাজিক নেটওয়ার্কগুলোয় উত্তেজনামুলক বার্তা প্রকাশ করেছে। এ থেকে বোঝা গিয়েছে যে, তারা সেদেশে প্রচারণার মাধ্যমে তাদের সদস্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।
ভারতের এক নিরাপত্তা কর্মী এব্যাপারে বলেন: ইতিমধ্যে নিরাপত্তা এজেন্টসমূহ সামাজিক নেটওয়ার্কিং পর্যালোচনা করেছে এবং এরমধ্যে আল কারার নামক ওয়েবসাইট যা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তর্গত। এই সাইটের বিষয়বস্তুগুলো অনেক ভয়ঙ্কর এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।
আল কারার সাইটটি ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের মাধ্যমে নির্মিত হয়েছে। এই ওয়েবসাইটে ৩য় ডিসেম্বর ভারতে আক্রমণ করার ব্যাপারে একটি পোস্টার পোষ্ট করেছে। অবিলম্বে দায়েশের অন্তর্গত একটি টেলিগ্রাম চ্যানেল জাকির মুসা (হিজবুল্লাহ মুজাহিদিন গ্রুপের সাবেক নেতা) কর্তৃক নিয়ন্ত্রিত আল কায়েদার "আনসার গাজউতুল হিন্দ" নামক অপর এক চ্যানেলের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং তাদেরকে নিজেদের দলে নেয়ার জন্য চেষ্টা করেছে।
এই নিরাপত্তা কর্মী বলেছেন: এই ঘটনাটির জন্য আমরা অতি আশ্চর্য হয়েছি। কারণ আনসার গাজউতুল হিন্দ গ্রুপটি আল কায়েদার এবং একই সময়ে আল কারার গ্রুপ থেকে বার্তা পাঠানো হয়েছে এবং আনসার গাজউতুল হিন্দের সদস্যদের দায়েশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন: আল কারার গ্রুপটি নির্মাণের শুরুতে শুধুমাত্র ইসলাম উসুল এবং তাবলীগ করা হতো। কিন্তু ইরাক ও সিরিয়া দায়েশের বড় পরাজয়ের পর থেকে এই গ্রুপটি সন্ত্রাসীমুলক প্রচারণা শুরু করেছে।
iqna

 

captcha