IQNA

তেহরানের জুমার খতিব;

ট্রাম্পের পতন হচ্ছে/ আল-কুদসের মালিক মহান আল্লাহ

15:43 - December 29, 2017
সংবাদ: 2604678
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহ্‌হেদি কেরমানি বলেন: ট্রাম্পের কর্মের জন্য তার পতন হচ্ছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে ট্রাম্প মহান আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কুদসের মালিক মহান আল্লাহ। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে বলবো, "তুমি অব্রাহাম এবং ইয়াজিদের শেষ পরিণতির কথা স্মরণ কর"।

 ট্রাম্পের পতন হচ্ছে/ আল-কুদসের মালিক মহান আল্লাহ

বার্তা সংস্থা ইকনা: জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তা আমেরিকার ধ্বংস ডেকে আনবে। আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহ্‌হেদি কেরমানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

তিনি বলেছেন, আমেরিকার মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছে এবং জাতিসংঘের বেশিরভাগ দেশ ওই ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্টরা মধ্যপ্রাচ্যে ৭ ট্রিলিয়ন ডলার খরচ করেছেন বলে ট্রাম্প সম্প্রতি যে দাবি করেছেন সে সম্পর্কে আয়াতুল্লাহ মোয়াহ্‌হেদি কেরমানি বলেন, মার্কিন সরকার এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ইসলাম, মানবতা, ইরান ও স্বাধীনতাকামীদের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব ইয়েমেনি জনগণের ওপর সৌদি আরবের পাশবিক হামলার কথা উল্লেখ করে বলেন, সৌদি সরকার নিজেকে মুসলমান দাবি করে ইয়েমেনে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। আলে সৌদ সরকারকে অবিলম্বে ইয়েমেনের জনগণের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করতে হবে বলে তিনি ঘোষণা দেন।

iqna

 

 

 

captcha