IQNA

পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট ও বিতরণ করছে মিশরের ক্যাথলিক চার্চ

14:29 - January 25, 2018
সংবাদ: 2604884
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের একটি ক্যাথলিক চার্চ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি এবং পবিত্র কাবা ঘরের ছবি প্রিন্ট করে মুসলমানদের মধ্যে বিতরণ করেছে।

পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট ও বিতরণ করছে মিশরের ক্যাথলিক চার্চ
বার্তা সংস্থা ইকনা: মিশরের মানিয়া প্রদেশের ডিলজা শহরের মারবুর্গ চার্চ এই আশ্চর্যজনক পদক্ষেপ গ্রহণ করেছে। এই চার্চ নিজের উদ্যোগে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি এবং পবিত্র কাবা ঘরের ছবি প্রিন্ট করে সেগুলো ডিলজা শহরের মুসলমানদের মধ্যে বিতরণ করেছে।
মারবুর্গ চার্চের পাদ্রী আইয়ুব ইউসুফ এব্যাপারে বলেন: আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা এবং শান্তি সম্প্রসারিত করা।
ডিলজা শহরের পারিবারিক বিষয়ক প্রশাসনিক পরিষদের চেয়ারম্যান আব্বাস মাহমুদ বলেন: এই প্রকল্পটি সামাজিক কার্যক্রমের প্রতি যুবকদের আকৃষ্ট ও শক্তিশালী করার উদ্দেশ্য করা হয়েছে।
একই ধরনের পদক্ষেপ মিশরের ক্বানা প্রদেশের নাজায়া হাম্মাদী শহরের একটি অ্যালুমিনিয়াম কারখানার খৃস্টান শ্রমিকরাও করেছে। এই কারাখানার মুসলিম শ্রমিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মিশরে দীর্ঘ দিন যাবত খৃষ্টান ও মুসলমানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে। মুসলমানেরা খৃষ্টানদের গীর্জ ও পবিত্র স্থানসমূহ রক্ষা করার ধর্মীয় দায়িত্ব মনে করেন এবং ইসলামী শরিয়াতেও এর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
iqna

 

captcha