IQNA

বাগদাদে বোমা হামলায় হতাহত ৩

23:56 - February 01, 2018
সংবাদ: 2604942
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে এক আত্মঘাতী হামলায় একজন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন।

মা ফাতিমার জীবন ধারায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে
বার্তা সংস্থা ইকনা: ইরাকী সংবাদ সংস্থা ঘোষণা করেছে, আজ (বৃহস্পতিবার) সকালে বাগদাদের উত্তরাঞ্চলীয় একটি বাণিজ্যিক স্থানে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এই হামলায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
আত্মঘাতী হামলার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়।
এদিকে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় কিরকুকের আর-রাশাদ এলাকার একটি বাড়ীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা দীর্ঘদিন কিরকুকে রাজত্ব করেছে। কিরকুক থেকে পালিয়ে যাওয়ার সময় এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা উক্ত শহরের বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থানে বোমা স্থাপন করে পালিয়ে যায়। ইরাকী স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনী কর্তৃক সেদেশ থেকে দায়েশ মুক্ত করার পর নিরাপত্তা বাহিনী এসকল বোমা অপসারণ করছে। আর-রাশাদ এলাকার একটি বাড়ী থেকে বোমা অপসারণ করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ফলে দুই জন পুলিশ নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
নিহতদের ফরেনসিক মেডিকেল এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
iqna

 

captcha