IQNA

কিভাবে মুনাজাতের সময় একাগ্রতা অর্জন করা সম্ভব?

4:50 - May 02, 2018
সংবাদ: 2605660
বিশিষ্ট নবী হযরত দাউদ (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতের সময় একাগ্রতা হাসিল করতে চায়, তাহলে তাকে অবশ্যই ভরা পেটে দোয়া করা থেকে বিরত থাকতে হবে। অন্যভাবে বলা যায় যে, খালি পেটে বিশেষ আধ্যাত্মিকতা ও একাগ্রতা হাসিল করা সম্ভব।

 

বার্তা সংস্থা ইকনা: মুসলিম জাহানের খ্যাতিমান আধ্যাত্মিক গুরু হযরত আয়াতুল্লাহ আল উযমা আগা মালেকী তাবরিযি আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতের সময় একাগ্রতা হাসিলের উপায় সম্পর্কে বলেছেন যে, বিশিষ্ট নবী হযরত দাউদ (আ.) কখনও ভরা পেটে দোয়া ও মুনাজাতে মশগুল হতেন না। কেননা এ সময় বিশেষ আধ্যাত্মিকতা ও একাগ্রতা হাসিল করা সম্ভব না। তিনি সব সময় খালি পেতে অত্যন্ত বিনয় ও মনোযোগের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করতেন। এমন অবস্থায় প্রার্থনা মানুষের মন ও অন্তরের উপর বিশেষ প্রভাব ফেলে।

মুনাজাতে একাগ্রতা অর্জনের আরও একটি পদ্ধতি হচ্ছে এমন সময় দোয়া ও মুনাজাত করা যখন মানুষের মন ও অন্তর খুব সহজে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়। যেমন: গভীর রাতে তাহাজ্জুদের নামাযের পর, অতি প্রত্যুষে ফজরের নামায শেষে এবং এছাড়া এমন আরও সময় যখন চারিদিকের পরিবেশ শান্ত ও নিবিড় থাকে। কেননা পারিপার্শ্বিক পরিবেশও দোয়া ও মুনাজাতের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। শাবিস্তান

captcha