IQNA

কিভাবে প্রতি রাতে হজ্ব ও উমরাহ পালনের সওয়াব পাওয়া যাবে?

22:35 - July 31, 2018
সংবাদ: 2606346
প্রতিরাতে যদি ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ এ জিকিরটি পাঠ করা হয় তাহলে হজ্ব ও উমরাহ পালনের সওয়াব হাসিল করা সম্ভব।



বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (আ.) একটি হাদীসে বর্ণনা করেছেন: একদিন রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আমার পিতা আমাদের গৃহে প্রবেশ করে বলেন:

হে আমার কন্যা চারটি আমল সম্পন্ন না করা পর্যন্ত রাতে ঘুমাবে না, সেগুলো হচ্ছে-

১- পবিত্র কোরআন খতম করবে

২- নবী-রাসূলগণের (আ.) শাফায়াত কামনা করবে

৩- মু’মিন ও মুমিনাতদেরকে সন্তুষ্ট করবে

৪- পবিত্র হজ্ব ও উমরাহ পালন করবে

অত:পর আমি বললাম: হে পিতাজান, এ অল্প সময়ে এ চারটি আমল সম্পন্ন করা কিভাবে সম্ভব?

জবাবে তিনি বলেন: হে আমার কন্যা! ঘুমানোর আগে যদি তিন বার সূরা ইখলাস পাঠ করে, তবে সমগ্র কুরআন খতমের সওয়াব পাবে।

যখন আমার উপর দরুদ শরিফ পাঠ করবে, তখন সমস্ত নবী-রাসূলদেরকে শাফায়াতকারী হিসেবে পাবে।

যখন তোমার মু’মিন ভাই ও বোনদের জন্য আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করবে, তখন তাদের সন্তুষ্টি অর্জন করবে।

আর যখন ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ এ জিকিরটি পাঠ করবে, তখন হজ্ব ও উমরা পালনের সওয়াব অর্জন করবে।

সূত্র: মুসতানাদে ফাতেমা যাহরা (আ.), পৃ. ১১৮

captcha