IQNA

ডলার কালোবাজারের বিরুদ্ধে সুদানের সরকারের যুদ্ধ ঘোষণা

23:50 - October 10, 2018
সংবাদ: 2606958
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের সরকার ডলার কালোবাজারের বিরুদ্ধে মৌলিক সমাধান নিয়ে এসেছে।

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করল তুরস্কবার্তা সংস্থা ইকনা: সুদানের অর্থনৈতিক বিশেষজ্ঞ " ড. মোহাম্মদ আল-নায়ার" ঘোষণা করেছেন: কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতি হচ্ছে, এখন থেকে মাত্র ছয়টি ব্যাংকে বৈদেশিক মুদ্রা কেনা-বেচা হবে।
তিনি বলেন: টাকা একটি চালান যা বিদেশে মুদ্রিত হয়েছে, তা অতি শীঘ্রই সুদানে পৌঁছাবে। এই চালানটি দেশে প্রবেশ করছে মুদ্রা কেনার বিষয়টি সমাধান হবে। যে সকল ব্যক্তির নিকট বিদেশী মুদ্রা রয়েছে তারা সরকার ঘোষিত ছয়টি ব্যাংক থেকে সুদানী অর্থে পরিবর্তন করতে পারবে।
উল্লেখ্য, নগদ অর্থের অভাব পূরণের জন্য সুদানী সরকার বর্তমানে ইলেকট্রনিক পেমেন্ট করছে।
iqna

 

captcha