IQNA

মসজিদ পুনর্নির্মাণের জন্য মরক্কোর আহ্বান

21:20 - December 01, 2018
সংবাদ: 2607412
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রী সেদেশের দাতাদের নিকটে বন্ধ হয়ে যাওয়া এবং প্রাচীন মসজিদসমূহ পুনর্নির্মাণের জন্য আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহমাদ তৌফিক সেদেশের দাতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন: নতুন মসজিদ নির্মাণের স্থানে বন্ধ হয়ে যাওয়া মসজিদ এবং যেসকল মসজিদ পুনর্নির্মাণ করার প্রয়োজন সেগুলো পুনর্নির্মাণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি মরক্কোর মসজিদ দিবসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বলেছেন: বর্তমানে মরক্কোয় ১০০০টি মসজিদ পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। এসকল মসজিদ পুনর্নির্মাণের জন্য ১ ট্রিলিয়ন দিরহাম ব্যয় হবে বলে ধারণ করা হচ্ছে।
এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন: দাতাদের উচিত হবে বন্ধ হয়ে যাওয়া মসজিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। এসকল মসজিদ পুনরায় খোলার জন্য তাদের চেষ্টা করতে হবে। নতুন মসজিদ নির্মাণের স্থানে বন্ধ হয়ে যাওয়া মসজিদ এবং যেসকল মসজিদ পুনর্নির্মাণ করার প্রয়োজন সেগুলো পুনর্নির্মাণ করতে হবে।
আহমাদ তৌফিক বলেন: যে অর্থ দিয়ে একটি নতুন মসজিদ নির্মাণ করা হবে, তার থেকে উত্তম ঐ অর্থ দিয়ে দুই অথবা তিনটি মসজিদ পুনর্নির্মাণ করা। তিনি আরও গুরুত্বারোপ করে বলেন,

মসজিদটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে না যদি এটি মসজিদ স্থাপত্যকে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় না করে। মরক্কোর এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সাথে কোন যোগাযোগ ছাড়া যদি কোন মসজিদের ডিজাইন পরিবর্তন করা হয় তাহলে সেই মসজিদটি চালু করার অনুমোদন দেয়া হবে না।
মরক্কোর এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, চলতি বছরে মরক্কোয় ১৮৫টি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। এরমধ্যে দাতারা ১৬০টি মসজিদ নির্মাণ করেছে। বাকী মসজিদগুলো এন্ডোভমেন্ট মন্ত্রণালয় নির্মাণ করেছে।
iqna

 

 

captcha