IQNA

ধ্বংস হলো ভারতে দায়েশের অনুমোদিত গ্রুপ

22:17 - December 29, 2018
সংবাদ: 2607636
আন্তর্জাতিক ডেস্ক: ইন্ডিয়ান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ঘোষণা করেছে: ভারতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সাথে সংযুক্ত জঙ্গিদের একটি স্থানীয় গ্রুপকে ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইন্ডিয়ান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মুল কাজ হচ্ছে সন্ত্রাসী গ্রুপকে প্রতিরোধ করা। এই রিসার্চ ফাউন্ডেশন ঘোষণা করেছে: ভারতের বেশ কয়েকটি শহর থেকে «Harkat ul Harb-e-Islam» (হারকাতুল হারাব-ই-ইসলাম) দলের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই দলের সাথে জড়িত থাকার অভিযোগে অপর ৬ ব্যক্তিকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ইন্ডিয়ান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মুখপাত্র বলেছেন: পুলিশ নয়া দিল্লীর ১৭টি স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। সন্ত্রাসীরা এসকল অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ২৬শে জানুয়ারি ভারতের জাতীয় দিবসে হামলা চালানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন: সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্থান বোমা হামলা চালানোর জন্য অগ্রসর হয়েছিল। দুর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এসকল বোমা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি স্থানে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল।
এরপূর্বে ভারতীয় সরকার সেদেশে থেকে দায়েশকে নিশ্চিন্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছিল। ভারতীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যেসকল অঞ্চলে সংখ্যালঘু মুসলমানেরা ঐতিহ্যগতভাবে মধ্যপন্থী হিসেবে বসবাস করে, সেসকল স্থানে দায়েশ তেমন প্রভাব বিস্তার করেতে পারে না।
iqna

 

captcha