IQNA

পবিত্র কুরআনের ৩০টি পাণ্ডুলিপি লিখলেন মিশনের নারী + ছবি

16:18 - January 28, 2019
সংবাদ: 2607806
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ৭৬ বছরের বৃদ্ধা "যায়নাব আব্দুল গানী মুহাম্মাদ হুসাইন" ৭ বছরে পবিত্র কুরআনের ৩০টি পাণ্ডুলিপি লিখে সম্পন্ন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের মিনিয়া প্রদেশের আল-তালিন গ্রামের নিবাসী ৭৬ বছরের বৃদ্ধা "যায়নাব আব্দুল গানী মুহাম্মাদ হুসাইন" ৭ বছরে পবিত্র কুরআনের ৩০টি পাণ্ডুলিপি লিখে সম্পন্ন করেছেন।
তিনি ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। যায়নাব আব্দুল গানী মুহাম্মাদ হুসাইন সাত বছরের মধ্যে পবিত্র কুরআনের ৩০টি পাণ্ডুলিপি লেখার সিদ্ধান্ত নিয়েছেন।
যায়নাব আব্দুল গানী এ ব্যাপারে বলেন: আমার ৫টি ছেলে এবং ২টি মেয়ে রয়েছে। আমি মিশরে "মুসা কাফর শাভীশ গ্রামে জন্মগ্রহণ করেছি। আমার পিতা সম্পূর্ণ কুরআনের হাফেজ ছিলেন। তিনি এডুকেশন সেক্টরে কাজ করতেন।
তিনি বলেন: আমি প্রায় ৭ বছর পূর্বে কুরআন লেখা শুরু করি। সম্পূর্ণ কুরআন হেফজ করার অনেক ইচ্ছা ছিল আমার। তবে এখন পর্যন্ত শুধুমাত্র ৬ পারা মুখস্থ করেছি। হেফজ করার জন্য পবিত্র কুরআনের আয়াত লেখার জন্য একজন নারী আমাকে পরামর্শ দেয়। আমি রাতে ঘুম থেকে উঠে ৬ দিনে এক হাজার আয়াত লিখি। এভাবে আমি সম্পূর্ণ কুরআন লিখে সম্পন্ন করি।
যায়নাব আব্দুল গানী গুরুত্বারোপ করে বলেন: আমি ২৫ দিনে সম্পূর্ণ কুরআন লিখে শেষ করেছি। যখন আমার সন্তান ইমান ওমরার জন্য মক্কায় যাবে তখন সে একখণ্ড পাণ্ডুলিপি সাথে করে নিয়ে যাবে।
তিনি সর্বশেষে আশা প্রকাশ করেছেন যে, তার লেখা পবিত্র কুরআনের পাণ্ডুলিপি কোন কুরআন বিশেষজ্ঞ যেন পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে। iqna

 

captcha